চুপ থাকার উপকারিতাঃ
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) বলেছেন; যে চুপ থাকে সে নাজাত (মুক্তি) পায় । তিনি আরও বলেছেন; মুমিন জীবনের বৈশিষ্ট হলো– তারা অল্প কথা বলবে, বিনা প্রয়োজনে কথা বলা থেকে বিরত থাকবে। সর্বদা হাসিমুখে থাকবে এবং প্রয়োজনে সদালাপ করবে । তিনি আরও বলেন মুমিন সেই; যার মুখ ও হাতের অনিষ্ঠতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে । চুপ থাকার আরও কিছু উপকারিতা নিন্মরুপঃ-
👉 চুপ থাকা পরিশ্রমহীন ইবাদাত ।
👉 চুপ থাকা রাজত্ববিহীন প্রভাব ।
👉 চুপ থাকা প্রচার বিহীন দুর্গ ।
👉 চুপ থাকা অর্থ বিহীন বিজয় ।
👉 চুপ থাকা মানে কিরামান কাতিবিন কে অবসর দেয়া ।
👉 চুপ থাকা মুত্তাকিনদের নিদর্শন ।
👉 চুপ থাকা জ্ঞানের ভাণ্ডার ।
👉 চুপ থাকা অজ্ঞদের প্রতিউত্তর ।
👉 চুপ থাকা দোষ-ত্রুটির আচ্ছাদন ।
👉 চুপ থাকা বুদ্ধিমত্তার পরিচায়ক ।
✒️এনপি ।