মসনদ ও সংগঠন ।
মসনদে থেকে যারা দুষ্টামি করে তাদের আইনের আওতায় আনার জন্য রয়েছে মানবাধীকার সংগঠন, মানুষের মৌলিক অধিকার আদায়ে যখন ব্যার্থতা নিয়ে হাতাশ হয়ে বিধাতাকে দোষ দেয় তখন সেই মৌলিক অধিকার আদায়ে বিধাতার নিয়োজিত দূত হয়ে তা আদায়ের জন্য রয়েছে মানবাধীকার সংগঠন । কিন্তু বাংলাদেশে যে হারে ভুয়া মানবাধীকার সংগঠন গজিয়ে উঠছে তা আপনার আমার কল্পনার বাহিরে।…
Read more